ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

হারলে কারচুপির অভিযোগ বিএনপির নীতি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে জিতলে স্বচ্ছ, হারলে কারচুপির অভিযোগ এখন বিএনপির নীতি। তিনি বলেন, ‘আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে জনবিচ্ছিন্ন বিএনপি আবারও মিথ্যা বিবৃতির বস্তা খুলে বসেছে। প্রতিদিনই নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।’ 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিশ্বের বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পদ্ধতিতে বগুড়াসহ কয়েকটি স্থানে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এখানে কিন্তু কারচুপির কথা বলা হয়নি। অথচ ঢাকার সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি সমালোচনা শুরু করেছে।’

নির্বাচনে যেই জিতুক আওয়ামী লীগ মেনে নেবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। হেরে যাবার ভয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে তারা।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সাংসদ তানভির ইমাম জয়সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এআই/আরকে