সীমান্তে গুলি খেয়ে নিহতের দায় সরকার নেবে না: খাদ্যমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

খাদ্যমন্ত্রী সাধন মজুমদার
ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়ে গুলি খেয়ে কেউ নিহত হলে সরকার কোনও দায়িত্ব নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। শনিবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
একইসঙ্গে নওগাঁ সীমান্তে যে দুই বাংলাদেশি ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তাদের লাশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিন দুপুরে জেলার পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী (গৌরবের ৭৩ বছর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
গত ২২ জানুয়ারি তার নির্বাচনি এলাকা পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নাই। আমরা গরুর বিট খুলতে দেবো না। এজন্য আমাদের উপজেলা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিজিবির রেজ্যুলেশন করা হয়েছে। এরপরও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যান, তার দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।’
এনএস/