কাস্টমসের প্রতিধাপে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে দুদক
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
কাস্টমসের প্রতিধাপে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন দুদক কমিশনার আমিনুল ইসলাম।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সোমবার তদন্তে নামে দুদক। সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে যান ঢাকা থেকে যাওয়া দুদকের তিন সদস্যের তদন্ত দল। এসময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের সঙ্গে ছিলেন দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী ও আতিকুর রহমান খান এবং দুদকের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা। কাস্টম হাউসে বিভিন্ন ধাপে সংঘটিত হওয়া অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন দুদক কর্মকর্তারা। একই সাথে ২০১৭ সাল দুর্নীতিবাজদের জন্য আতংকের বছর হবে বলে ঘোষণা দেয় দুদক।