ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

স্ক্র্যাচে ভর দিয়ে চলেন, তবুও মাদক ব্যবসা!

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ইয়াবা ব্যবসা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় শফিক (৩৫) চলেন ক্র্যাচে ভর দিয়ে। তাপরও থামেনি মাদক বেচাকেনা। এ ব্যবসায় জড়িত থাকলেও এর আগে কখনো আইন শৃঙ্খলাবাহিনীর হাতে আটক না পড়ায় বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন মাদক ব্যবসা। তবে এবার আটক হয়েছেন প্রশাসনের হাতে। 

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া প্রসন্নপাড়া থেকে ১০০ পিস ইয়াবাসহ এ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। শফিক লাহুড়িয়া প্রসন্নপাড়ার আবু মোল্ল্যার ছেলে। 

জানা গেছে, প্রায় এক মাস আগে মোটরসাইকেলে মাগুরা জেলা থেকে ইয়াবা আনতে গিয়ে পথিমধ্যে দুর্ঘটনায় শফিকের ডান পা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবুও মাদক ব্যবসা চাড়েননি তিনি।

লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, ‘রোববার সন্ধ্যায় শফিকের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রায় এক বছর ধরে ইয়াবার বেচাকেনা করে আসছেন তিনি। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা হয়েছে।’

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ‘প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

এআই/