ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

রাঙামাটিতে ফুটবল টুর্ণামেন্টে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য উষাতন তালুকদার

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার

  রাঙামাটির বরকল উপজেলার লংগদুর কাট্টলী বড়াদম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য উষাতন তালুকদার। বড়াদম ও শিবের আগা দলের মধ্যেকার ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বড়াদম দল শিরোপা লাভ করে। খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির নেতা নিলোৎপল খীসা, ত্রিলোচন চাকমা,তিমির কান্তি চাকমাসহ স্থানীয়রা।