ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

সাংসদ লিটন হত্যার একমাস পেরুলেও খুনীদের শনাক্ত করা হয়নি

প্রকাশিত : ১১:১১ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:১১ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার একমাস পেরুলেও খুনীদের শনাক্ত কিংবা হত্যার মোটিভ জানাতে পারেনি পুলিশ। এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে অনেককেই গ্রেফতার করা হলেও হত্যায় তাদের জড়িত থাকার প্রমাণ মেলেনি। এখনো খুনীরা ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় একমাস পার হলো। এখনো শনাক্ত হয়নি হত্যাকারি ও খুনের মোটিভ। পুলিশ প্রধানসহ আইনশৃংখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকারিদের ধরার আশ্বাস দিলেও, এ পর্যন্ত ২৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার ছাড়া তদন্তে বিশেষ কোন অগ্রগতি নেই। নিরাপত্তা শংকায় লিটনের পরিবার বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। ক্ষুব্ধ এলাকাবাসীও। তবে হত্যারহস্য দ্রুতই উন্মেচিত হবে বলে আশস্ত করছে পুলিশ। একাধিক মোটিভ বিবেচনায় নিয়েই তদন্ত অব্যাহত আছে।