রাজধানীর খিলগাঁও এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
রাজধানীর খিলগাঁও নাকদার পাড় সেতু থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছ। আহত হয়েছে আরো ২০জন। এদিকে খিলক্ষেত ও তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো দুইজন।
সোমবার রাত এগারোটার দিকে ডেমরাগামী স্বাধীন পরিবহনের বাসটি খিলগাঁও এলাকার নাকদার পাড় সেতু থেকে নিয়ন্ত্রন হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস।
আহত অবস্থায় ২২ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রায় আড়াই ঘন্টা পর উদ্ধারকাজ স্থগিত করা হয়।
আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান দুইজন।
এদিকে খিলক্ষেত ও তেজগাঁও সাত রাস্তা মোড়ে আলাদা দুটি সড়কর্ঘটনায় আরো দুজন নিহত হয়েছেন।