ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

গাজীপুরে কিশোরী গণধর্ষণ: তিন দিনের রিমান্ডে ৩ আসামি

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

গাজীপুরে জন্মদিনের অনুষ্ঠানে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামির তিনজনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়। আদালত বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে শরীফ হোসেন ,ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

অপর এক আসামি আহসান ওরফে হাসান কিশোর হওয়ায় তার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে কিশোর আদালতে। 

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে কোল্ড্রিংসের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে ওই চার বখাটে। 

পরে ধর্ষণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ধর্ষণের ৯ দিন পর গত ২৪ জানুয়ারি (শুক্রবার) রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

এআই/