ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

যারা কৌশলে যুদ্ধাপরাধীদের কথা বলে তারা জামায়াতের প্রোডাক্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, যারা ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ধর্মসভায় কৌশলে যুদ্ধাপরাধীদের কথা বলে তারা জামায়াতের প্রডাক্ট। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থেকে তাদের কর্মকান্ডকে চিরদিনের জন্য বাতিল করা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতের চেয়ে এবার আরও ভালোভাবে হজ ব্যবস্থাপনা জোরদার করে অতিরিক্ত নতুন করে ১০ হাজার হাজী বেশী নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের কাচারী কমপ্লেক্সে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদের নির্মান কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ আরও অনেকে।

কেআই/এসি