টাঙ্গাইল -৪ কালিহাতী আসনে ভোট গ্রহন চলছে
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৫০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
টাঙ্গাইল -৪ কালিহাতী আসনে উপনির্বাচন চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত—।
নির্বাচনে ১০৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৯৯২ জন। ভোট গ্রহণ সুষ্ঠু রাখতে কেন্দ্র গুলোতে পুলিশ, র্যাব, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে, বল্লভ বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্সে আগেই ভোট ডুকিয়ে রাখার অভিযোগে ঐ কেন্দ্রটি বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা।