সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় গঠিত বিচারিক তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল, ৭ই ফেব্রুয়ারি আদেশ
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় গঠিত বিচারিক তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এরপর ৭ই ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে প্রতিবদনটি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আগামী ৫ই ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সবপক্ষকে এই প্রতিবেদনের অনুলিপি দেয়ারও নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অগ্নি সংযোগ করেছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর ১৪ই ডিসেম্বর সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর বিচারিক তদন্ত কমিটি সময় আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
