ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

রোহিঙ্গা সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশ অত্যন্ত আন্তরিক। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। বলেন, মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া হাজারো রোহিঙ্গার খোঁজ-খবর নেয়া অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও উল্লে­খ করেন তিনি। এর আগে সকালে টেকনাফের লেদা এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সর্ম্পকে খোঁজ-খবর নেন তারা।