ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

চট্টগ্রামকে ডাস্টবিনমুক্ত করা হবে

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে এপ্রিলের মধ্যেই পর্যায়ক্রমে নগরীর সব ডাস্টবিন সরিয়ে চট্টগ্রামকে ডাস্টবিনমুক্ত করা হবে বলে জানিয়েছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মঙ্গলবার সকালে নগরীর ৩৬নম্বর গোসাইলডাঙ্গার উন্মুক্ত ডাস্টবিন উচ্ছেদের মধ্য দিয়ে ‘ডাস্টবিনমুক্ত নগরী’ গড়া কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময়, এপ্রিলের মধ্যেই চলমান ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম ৪১টি ওয়ার্ডে সম্প্রসারিত করা হবে বলেও জানান তিনি।