নতুন ভ্যাট আইন ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক ভূমিকা রাখবে
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
সংশোধিত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন চেম্বার নিউ ভ্যাট অ্যাক্ট এন্ড রুলস: এন ইমপ্লিম্যানটেশন রোড ম্যাপ শীর্ষক এই সেমিনারে আয়োজন করে। সেমিনারে এনবিআর চেয়রম্যান বলেন, এই আইনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরাই বেশী সুবিধা ভোগ করবে। অতিতের যে কোন সময়ের তুলনায় রাজস্ব বোর্ড সোচ্চার রয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি রাজস্ব আদায়ে সবার সহযোগিতা কামনা করেন।