ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫০ ঘড়

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রেললাইনের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ওই বস্তিতে ৬০ থেকে ৭০টি টিনশেড ঘর রয়েছে। এরমধ্যে দুই-তিন তলা টিনশেড ঘরও আছে। স্থানীয়রা জানায়, আগুন লাগার পরপরই তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।