রাজধানীতে যাত্রাবাড়ীতে জঙ্গি সন্দেহে র্যাবের অভিযান
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র্যাব। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ৪ নব্য জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
ভোররাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে ভোরে অভিযান চালায় র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের পর বিস্তারিত আরো জানানো হবে জানিয়েছে র্যাব।
