ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ভোট কেন্দ্র পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার সিটি নির্বাচনে ঢাকায় কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে ভোট কেন্দ্র পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

আজ শনিবার সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত প্রথমে রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি ১৫ মিনিটের মতো সময় অতিবাহিত করেন। এরপর সেখান থেকে তেজগাঁয়ের মনু মিঞ্জা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এই কেন্দ্রেও তিনি কিছু সময় ব্যয় করেন।

এর আগে সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়, আমরা ঢাকার ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন কামনা করি, যাতে আগ্রহী ভোটাররা নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য স্বাধীনভাবে নিজের গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারেন।
এসএ/