সঙ্গীত তারকা রিহান্না পা রাখলেন অভিনয় জগতে
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
জনপ্রিয় সঙ্গীত তারকা রিহান্না এবার পা রাখলেন অভিনয় জগতে।
ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল বেটস মোটেলেরর পঞ্চম এবং শেষ সেশনে দেখা যাচ্ছে তাকে। আলফ্রেড হিচ্ধসঢ়;ককের সাইকো সিনেমার অবলম্বনে নির্মিত সিরিয়ালে তিনি অভিনয় করছেন মেরিয়ন ক্রেন চরিত্রে। ২০ ফ্রেব্র“য়ারি বেটস মোটেলের ওয়ার্ল্ড প্রিমিয়ার।