ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২২ ১৪৩১

রাজবাড়ীতে স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

‘‘আসুন ক্যান্সার সম্পর্কে নিজেরা সচেতন হই-অন্যদের সচেতন করি’’এই স্লোগানে রাজবাড়ীতে স্কুল ছাত্রীদের স্তন ও জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
  
শনিবার দুপুরে রাজবাড়ী ক্যান্সার সোসাইটি ও মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে জেলা সদরের চন্দনী ইউনয়নে অবস্থিত রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গন এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
 
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর মহাসচিব সাংবাদিক আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চন্দনী ইউনিয়ন চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি এ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী মুষ্টি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজা খানম, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সদস্য ডা. পূর্ণিমা দত্ত ,সবিতা রানী,ফেরদৌসি সুলতানা মায়া, রাজবাড়ী ওয়ালটনের ব্যবস্থাপক মো. রেজাউল করিম।

ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন রাজবাড়ী ওয়ালটন ইলেকট্রনিক্স কোম্পানি। এসময় স্কুল ছাত্রীদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতন ও সতর্ক করতে নানা ধরনের পরামর্শ প্রদান করেন বক্তারা।

কেআই/আরকে