ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি নেইল গোসাচ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

মার্কিন সুপ্রিম কোর্টের জন্য বিচারপতি হিসেবে নেইল গোসাচকে বেছে নিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে হোয়াইট হাউজে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষনা দেন ট্রাম্প। নেইল গোসাচ  কলরাডোতে ফেডারেল আপিল কোর্টের বিচারপতি হিসেবে কাজ করছিলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গোসাচের মত দক্ষ একজনকে মনোনয়ন দিয়ে তিনি আরেকটি নির্বাচনী প্রতিশ্রতি রেখেছেন। তবে এ মনোনয়ন মার্কিন সিনেট দ্বারা পাশ হতে হবে। ট্রাম্প আরো বলেন, তিনি প্রয়াত বিচারপতি এন্টনিও স্ক্যালিয়ার খালি পদের জন্য যোগ্য লোক খুঁজছিলেন। গোসাচ রিপাবলিকান ও ডেমোক্রাট দুই শিবিরেই ব্যাপক জনপ্রিয় বলে দাবি করেন ট্রাম্প। তবে সিনেটে ডেমাক্রাটরা যে কোন রক্ষণশেিলর নিয়োগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে রেখেছে।