ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

৪ ফেব্রুয়ারি : ইতিহাসের আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৪ ফেব্রুয়ারি ঘটনাবলি :
১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।
১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
১৭৯৭ - ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৮৯৯ - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।
১৯০৪ - রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
১৯১৫ - জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।
১৯১৬ - তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।
১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস এর দ্বার উদঘাটন করেন।
১৯৪৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।
১৯৪৮ - দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।
১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে।
১৯৭২ - ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
১৯৭২ - বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
১৯৭৫ - যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯৫ - গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।
১৯৯৭ - ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।
১৯৯৮ - আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।
২০০৪ - বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক যাত্রা শুরু করে।

আজ যাদের জন্মতারিখ :
১৯১৭ - পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান জন্মগ্রহণ করেন।
১৯১৮ - সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯২১ - ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ জন্মগ্রহণ করেন।
১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন জন্মগ্রহণ করেছিলেন।
১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান জন্মগ্রহণ করেন।
১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক ব্রায়ান ডেভিড জোসেফসন, জন্মগ্রহণ করেন।
১৯৪৩ - কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব কেন টম্পসন জন্মগ্রহণ করেন।
১৯৪৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক রিচার্ড রয়েস শ্রক জন্মগ্রহণ করেন।
১৯৭৭ - মেক্সিকান অভিনেত্রী ও গায়ক ইরান কাস্টিলো জন্মগ্রহণ করেন।
১৯৮২ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রিচার্ড লোগান জন্মগ্রহণ করেন।
১৯৮৬ - বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে বর্তমান অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ জন্মগ্রহণ করেন।

আজ যাদের মৃত্যু হয় :
১৯১২ - বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনমোহন বসু মৃত্যুবরণ করেন।
১৯৩৯ - এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী মৃত্যুবরণ করেন ।
১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক ও অধ্যাপক অঁরি-লুই বর্গসাঁ মৃত্যুবরণ করেন।
১৯৬০ - নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার আলবেয়ার কামু মৃত্যুবরণ করেন।
১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ ও অধ্যাপক এরভিন শ্রোডিঙার মৃত্যুবরণ করেন।
১৯৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক টি এস এলিয়ট মৃত্যুবরণ করেন।
১৯৭৪ - বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস) মৃত্যুবরণ করেন।
১৯৯০ - ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী মৃত্যুবরণ করেন।
১৯৯৩ - একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ সানাউল হক মৃত্যুবরণ করেন।
১৯৯৭ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক ইন্তেকাল করেন।
১৯৯৮ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ মৃত্যুবরণ করেন।
২০০৯ - অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও লেখক গেরট জনকে মৃত্যুবরণ করেন।
২০১২ - ইংরেজ অভিনেতা হ্যারি ফওলের মৃত্যুবরণ করেন।
২০১৩ - আমেরিকান অভিনেতা টনি লিপ মৃত্যুবরণ করেন।

দিবস :
আজ বিশ্ব ক্যান্সার দিবস।
এসএ/