ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১০:১৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

কোপা দেল রে ফুটবলে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল বার্সেলোনা। শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষে মাঠে প্রথমেই লিড নেয় কাতালানরা। ৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ১-০তে এগিয়ে যায় বার্সা। ৩৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। প্রথমার্ধে ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ঘরের মাঠে খেলতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৯ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন অতোয়ান গ্রিজমান। এই জয়ে ফাইনালে এক ধাপ এগিয়ে থাকলো লুইস এনরিখের শিষ্যরা।