ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

খাগড়াছড়িতে কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী মোহাম্মদ কামাল উদ্দিন

প্রকাশিত : ১০:২৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

খাগড়াছড়ির দীঘিনালায় কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। তাকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়েছেন কোয়েল পাখি পালনে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কোয়েলের ডিম ও মাংশ সরবরাহ করা হচ্ছে অন্যান্য স্থানেও। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন। গাছের ব্যবসায় লোকসান দিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরে টেলিভিশনে প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হন কোয়েল পাখি পালনে। ময়মনসিংহ থেকে ৬শ’ পাখি এনে শুরু করেন ফার্ম। প্রথম থেকেই সফলতার মুখ দেখতে থাকেন তিনি। কামাল উদ্দিনের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার বেশ কয়েকজন কোয়েল পাখির ফার্ম করেছেন। পশু-পাখি পালনে উদ্যোক্তাদের সব ধরণের সহযোগিতা দেয়ার কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই কোয়েল পাখি পালনে আগ্রহী হবে বলে মনে করে স্থানীয়রা।