ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বাগেরহাটে আশাবুনিয়া খালের সেতুটি ভেঙ্গে পড়েছে

প্রকাশিত : ১০:২৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

বাগেরহাট সদর উপজেলার আশাবুনিয়া খালের সেতুটি ভেঙ্গে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানায়, বুধবার ব্রিজটির একটা অংশ খালে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন খালের দু’ পাড়ের বারুইপাড়া, কার্তিকদিয়া, সাহেবাহার, উজুলকুড়সহ ৬টি গ্রামের মানুষ। বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে ঝুঁকি নিয়ে পাড় হতে হচ্ছে খালটি। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি তাদের।