ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি কামাল চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

কবি কামাল চৌধুরী। ছবি: সংগৃহীত

কবি কামাল চৌধুরী। ছবি: সংগৃহীত

নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে আগামী পহেলা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি কামাল চৌধুরী। 

২৪তম বসন্তকালীন এ উৎসব অনুষ্ঠিত হবে জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায়। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত রোববার সন্ধ্যায় দুর্বার গোষ্ঠী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার মতামতে এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার কবি কামাল চৌধুরীকে দেওয়ার সিদ্ধান্ত হয়।

১৯৯৭ সাল থেকে প্রতিবছর নেত্রকোনা সাহিত্য সমাজ বসন্তকালীন সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। উৎসবে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় প্রতিবছর একজন লেখককে এ পুরস্কার দেওয়া হয়।

নেত্রকোনার কৃতি সন্তান ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর নামে প্রদত্ত এ সাহিত্য পুরস্কার এরই মধ্যে পেয়েছেন কবির চৌধুরী, রাহান খান, হুমায়ূন আহমেদ, যতীন সরকার, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রফিক আজাদ, জাফর ইকবার, আনিসুল হক, রাবেয়া খাতুন, হেলাল হাফিজ, ড. সেলিম আলদীন, ড. রফিকউল্লাহ খান, কবি মারুফুল ইসলাম, বুলবুল ওসমান, আলতাব হোসেন, আবু হাসান শাহরিয়ার, নাসরিন জাহান, নুরুল হক, সেলিনা হোসেন, মো. রফিক এবং জাকির তালুকদার।