ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

“পড়ব বই, গড়ব দেশ শেখ মুজিবের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার শহরের শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন এর উদ্দোগে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বাগেরহাট লাইব্রেরি কর্মকর্তা সাইদুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা আসমাউল হুসনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা গ্রন্থাগারের বিভিন্ন প্রয়োজনীয় দিক তুলে ধরে শিক্ষিত সমাজ গড়ার পিছনে গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।  অনুষ্ঠান শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

কেআই/আরকে