ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে হামলা,আহত ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

সুনামগঞ্জ পৌর শহরের কামারখাল ব্রীজ সংলগ্ন পুরাতন বাস স্ট্রেশন এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাহ আরফিন রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। 

এসময় হামলাকারীরা লাঠিসোটা নিয়ে ব্যাপক হামলা চালায় এতে রেস্টুরেন্টের মালিক ও হোটেলের বাবুর্চি এক নারীসহ ৩ জন আহত হন। তারা এ সময় ক্যাশের থালা ভেঙ্গে রক্ষিত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাংচুরের ঘটনা পর্যবেক্ষণ করে বড়পাড়া এলাকা থেকে একজনকে আটক করে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটায় কোর্টের মহরি মো.আব্দুল মতিনের নেতৃত্বে বড়পাড়া এলাকার মৃত আলী ফরিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ,তার সহোদর আলী আশরাফ,তেঘরিয়া এলাকার হুজাইফা,জয়ের মিয়া, শিশির,আবুল হাসান,শায়েখ মিয়া, তৌহিদ গংরা পূর্ববিরোধের জেরে এই রেস্টুরেস্টে এসে হামলা ও ভাংচুর চালায়। 

এসময় এক নারীসহ ৩ জন আহত হন। আহতরা হলেন, হোটেল মালিক সমছুল মিয়ার ছেলে বড়পাড়া এলাকার মো. রাসেল মিয়া(২২), সোনাই মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) ও এক বাবুচি নারী বড়পাড়ার মৃত.আব্দুল সমাদের স্ত্রী ছায়েদা বেগম (৩৫)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশ মো. আব্দুল মতিনকে আটক করেছে। সে বড়পাড়া এলাকার মৃত মো. মইনুদ্দিনের ছেলে।  এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
  
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেআই/আরকে