'পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যাবে'
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি দ্রুত শেষ করতে হবে অগ্রাধিকারমূলক বড় উন্নয়ন প্রকল্পগুলো।
২০১৫-১৬ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। আর চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে পারলে আগামী ২০২১-২২ সালের মধ্যে প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যাবে। এ’জন্য বড় প্রকল্পগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। বলেছেন, উজ্জীবিত করতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে।
বেসরকারি খাতে বিনিয়োগে গতি আনতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন অর্থনীতিবিদরা।
অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীল পরিবেশ ধরে রেখে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন ও তাদের কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে রেমিট্যান্স ও রফতানি বাড়ানোর পাশাপাশি কৃষি খাতের আরো আধুনিকায়ন প্রয়োজন বলে মনে করেন তারা।