ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

মোবাইল ফোন ক্লোনিং করে টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত ৯ প্রতারক আটক

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং করে টাকা হাতিয়ে নেয়ার নতুন কৌশলের সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ার র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর পরিচালক বলেন, বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে মোবাইল ফোন, সিম, ল্যাপটপ, কম্পিউটার, সিম ক্লোনিং কাজে ব্যবহারিত সফটওয়ার উদ্ধার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রত্যারক চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মোবাইল ক্লোনিং করে চাকরির পাইয়ে দেয়ার সুবিধা সহ নানা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিত।