ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

দেশে উৎপাদিত রাবার দিয়েই চাহিদা মেটানো সম্ভব

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

আগামী এক-দুই বছরের মধ্যে দেশে উৎপাদিত রাবার দিয়েই চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদির। কক্সবাজারে অনুষ্ঠিত রাবার বোর্ডের ৬ষ্ঠ সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ’কথা বলেন। একইসঙ্গে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাবার বাগান মালিক ও রাবার সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে রাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়।