রোহিঙ্গাদের নিরাপত্তা, মানবিক সহায়তা ও শিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও চায়
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
রোহিঙ্গারা নিরাপদে থাকুক, মানবিক সহায়তা ও শিক্ষার সুযোগ পাক- এটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও চায় বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে জাগো ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল ইয়ুথ এসেম্বলি’র অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারে, সবাই সেলক্ষে কাজ করছে। দেশের ৮টি বিভাগের দুইশ’ যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই এসেম্বলির দ্বিতীয় দিন মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক উপস্থিত ছিলেন।