ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

সীতাকুন্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বানুর বাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গত বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ঘাতক কাভার্ড ভ্যানের চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এ’ ঘটনায় সীতাকুন্ড থানায় মামলা হয়েছে।