ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

রাজশাহীতে ট্রাক চাপায় শিশু নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

নিহতের দেহ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: একুশে টেলিভিশন

নিহতের দেহ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: একুশে টেলিভিশন

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর নামক স্থানে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহত শিশুর নাম বৈশাখী (৯)। সে বেলপুকুর ইউনিয়নের তাড়াশ গ্রামের হাসেন আলীর মেয়ে। আহতরা হলেন- দুর্গাপুর উপজেলার ভাংগিরপাড়া গ্রামের ভ্যান চলক লিটন (৪০) ও একই গ্রামের আজিবারের স্ত্রী সফুরা বেগম (৩৫)।

পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ি ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, উপজেলার বেলপুকুরের ধাদাস থেকে যাত্রী নিয়ে বানেশ্বর বাজারে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান চালক লিটন। বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে ভ্যানটি দাঁড় করালে রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক (যশোর ট-১১-০৯৪৬) পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশু বৈখাখী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানটি উল্টে গিয়ে আহত হন চালক লিটন ও যাত্রী সফুরা বেগম। 

এএইচ/