ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

অনাগ্রহে মামলার বিচার কার্যক্রমে বিলম্ব হয় বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সরকারের অনাগ্রহে কোন কোন মামলার বিচার কার্যক্রমে বিলম্ব হয় বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ’সব কথা বলেন। এ’সময় সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন বক্তারা। জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বিচার হলেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ত্বকী, তনু, সাগর-রুনী সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আলোচকরা। বিচার ব্যবস্থা ও সুশাসন ধ্বংস হলে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র থাকে না বলেও মন্তব্য করেন তারা।