ব্যাঙের মুখের ভেতর বিষাক্ত সাপ, ছবি ভাইরাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

আমরা সবাই জানি সাপ ব্যাঙ ধরে খায়, কিন্তু ব্যাঙও যে সাপ ধরে খায় তা হয়ত কখনো দেখি নাই। সে রকমই একটি ঘটনা ঘটেছে।
সম্প্রতি জামিয়ে চ্যাপেল নামের এক ব্যাক্তির তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে একটি সবুজ ব্যাং কোস্তাল তাইপান নামের একটি বিষাক্ত সাপ খাচ্ছে। খাওয়ার পরে রীতিমত সুস্থ ভাবে বেঁচেও রয়েছে।
ছবিটি ফেসবুকে শেয়ার করার পরে দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। Snake Take Away and Chapel Pest Control’s page থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।
ওই সংস্থার কর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সাপটি বাঁচাতে পারেননি। কিন্তু আশা করছেন ব্যাঙটি সাপ খাওয়ার পরে বেঁচে যাবে। কেননা সাপটি ভীষণ বিষধর।
সাপটি খাওয়ার পরে ব্যাংটির গায়ে হালকা সবুজ রংয়ের দাগ দেখা গিয়েছে। এছাড়াও সামান্য কিছু কামড়ের দাগ দেখা গিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে ১৮০০ বার শেয়ার হয়েছে। এছাড়াও ৮০০ টি কমেন্ট পড়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে অবাক হয়ে গিয়েছেন।
বিশ্বের তৃতীয় বিষধর সাপ হিসেবে কোস্তাল তাইপান যথেষ্ট জনপ্রিয়। কিন্তু এই সাপটি খাওয়ার পরে ব্যাংটি সুস্থ ভাবে থাকায় অবাক হয়েছেন নেটিজেনরা।
সূত্র: কলকাতা২৪
এমবি/