চট্টগ্রামে শুরু হয়েছে ২দনের লোক সংস্কৃতি উৎসব
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে দুইদিনের লোক সংস্কৃতি উৎসব।
নগরীর ডিসি হিলে ৬ষ্ঠবারের মতো এ উৎসবের আয়োজন করেছে গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ। এ উপলক্ষে বিকেলে নগরীর শহীদ মিনার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন লোকজ মোটিভ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।