পুঁজিবাজারে বড় ধরনের দরপতন
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৪৪টির, আর ১০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ৭৪৬ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২০৪টির, আর ৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।