সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর প্রতিষ্ঠাবাষির্কী পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বণার্ঢ্য আনন্দ র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিলন মেলায় মিলিত হয়।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সাবেক মহিলা সংসদ সদস্য এড.শামছুন্নার বেগম শাহানা, ৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের সভাপতি অ্যাড.হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সদস্য সচিব।
কেআই/এসি