ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

জয় পেয়েছে ফিওরেন্টিনা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সিরি আ ফুটবলে পিছিয়ে পড়েও টেলোর জোড়া গোলে জয় পেয়েছে ফিওরেন্টিনা। পেসকারাকে ২-১ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও আদ্রিয়াটিকো স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পরে ফিওরেন্টিনা। খেলার ১৫ মিনিটে কাপরারির গোলে এগিয়ে যায় পেসকারা। এরপর ৬৮ মিনিটে টেলোর গোলে ১-১ এ সমতা আনে ফিওরেন্টিনা। খেলা  শেষ মুহুর্তে অতিরিক্ত সময়ে টেলো নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করলে পেসকারার আর কিছুই করার থাকে না। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিওরেন্টিনা।