টঙ্গীতে পার্লারকর্মী গণধর্ষণের শিকার, ৪ ধর্ষক গ্রেফতার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

গাজীপুর টঙ্গীর হিমার দিঘি এলাকায় বিউটি পার্লার কর্মী গণধর্ষণের শিকার হয়েছে। একটি কোম্পানীর পরিবহন শ্রমিকরা শুক্রবার রাতে জোরপূর্বক ট্রাকে উঠিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম মেয়েটিকে (১৫) উদ্ধার করেছে। ধর্ষণের শিকার মেয়েটির মা থানায় মামলা দায়ের করে। ৪ ধর্ষককে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, মেয়েটি রাত পৌনে ১২টায় একটি বিয়ের দাওয়াত খেয়ে স্থানীয় চেরাগআলী এলাকা থেকে রিকশায় মিরাশ পাড়ার বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হয়। ধর্ষকরা রিকশা থামিয়ে মেয়েটির ছোট ভাইকে গাছের সাথে বেঁধে মেয়েটিকে কারখানার সামনে ট্রাকের উপর উঠিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। তাদেরকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আদালতে পাঠানো হয়।
কেআই/আরকে