ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কামারখন্দে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি ভোকেশনাল পরীক্ষার গণিত-২ বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে নকল আনার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো, শহীদুল বুলবুল কারিগরি কলেজের শিক্ষার্থী সালমা আক্তার ও রবিউল আলম শেখ। 

রোববার বেলা ১২টায় উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কারিগরি কেন্দ্রে পরিক্ষা চলাকালে অসধাচারনের সময় এ ঘটনা ঘটে। 

মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কারিগরি কেন্দ্রের সচিব আতিকুল ইসলাম আতিক জানান, রোববার গণিত-২ পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শনের সময় দুই পরীক্ষার্থীকে নকলসহ খাতা জব্দ করেন। তখন ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

কেআই/আরকে