ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সংগঠনের নবম সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি ডক্টর নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর অজয় রায়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ বন্ধ করতে হবে। বৈষম্যহীন একই ধারার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নেরও তাগিদ দেন তারা।