ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

নদী দুষন বন্ধে যুগোপযোগী কর্ম পরিকল্পনা নির্ধারনের আহবান

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

নদী দুষন বন্ধে, গবেষনা কার্যক্রমের পাশাপাশি যুগোপযোগী কর্ম পরিকল্পনা নির্ধারনের আহবান জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো: রফিকুল আলম। চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড স্লাইড রিসার্চ আয়োজিত ‘এপ্লিকেশন অব নিউমারিক্যাল মডেলিং ইন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিআরএইএলএসআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ বিভিন্ন বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।