ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঢাকা-কলকাতায় ‘মৈত্রী’ চলবে সপ্তাহে ৫ দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ১২:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মৈত্রী এক্সপ্রেস- ফাইল ছবি

মৈত্রী এক্সপ্রেস- ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেসের নতুন ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা জানান। 

মন্ত্রী বলেন, ‘আজ থেকে নতুন করে আরও একদিন যুক্ত হওয়ায় সপ্তাহে ৫ দিন ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল করবে। শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার। ঢাকা-কলকাতা রুটে ট্রেন প্রতি সোম ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। সপ্তাহে ৫ দিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪ টায়।’

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে মোট ৪৫৬টি চেয়ার রয়েছে। এর মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২৪৫৫ টাকা।

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। তাই ২ দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি পাবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন করে মৈত্রী এক্সপ্রেসের ট্রিপ বাড়ানো হয়েছে।’

অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএস/