ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে ডুবে না থেকে, বাস্তব জগতে ফিরে আসার আহ্বান

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

শিক্ষার্থীদের ফেইসবুকের ভার্চুয়াল জগতে ডুবে না থেকে, বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-সিআইইউ মিলনায়তনে ব্যবসায় অনুষদের নতুন শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন। ইউজিসির চেয়ারম্যান আরো বলেন, জ্ঞান বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, শিক্ষার্থীদের এই পরিবর্তনের সাথে তাল মেলাতে হবে। সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ডক্টর নুরুল আবসার নাহিদসহ বিভিন্ন বিভাগের ডিন এবং শিক্ষকরা।