ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বাঙ্গালীর সংস্কৃতি ধরে রাখতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আবদুচ ছালাম

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

আবহমান বাঙ্গালীর চিরায়ত সংস্কৃতি ধরে রাখতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম। চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। উৎসবে সাংবাদিক পরিবারের সদস্যরা বিভিন্ন পিঠা-পুলি প্রদর্শন করেন।