কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ যুবক ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার হ্নীলাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহজালালের পরিবারের সাথে মহিউদ্দিনের পরিবারের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে হ্নীলাপাড়ায় খেলার মাঠের কাছে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেসময় গুরুতর আহত শাহজালালকে হাসপাতালে আনার পথে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন।