শিশু মানবসেতু পার হওয়ার বিষয়ে গণশুনানি, জামালপুরে একই রকম ঘটনার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
চাঁদপুরে শিশু মানবসেতু পার হওয়ার বিষয়ে গণশুনানি হয়েছে। আর জামালপুরে একই রকম ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা শিশু সুরক্ষা কমিটি।
হাইমচর নীলকমল উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় পায়ে হেঁটে শিশু-মানবসেতু পার হওয়ার ঘটনায় সকালে চাঁদপুর সার্কিট হাউজে গণশুনানি করেন, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। সেসময় তিনি অভিভাবকদের বক্তব্য শোনেন। এদিকে জামালপুরের মেলান্দহ মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্সের শিক্ষার্থীদের তৈরি মানবসেতু পার হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ ও শিশু সুরক্ষা কমিটি আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।