খালেদা জিয়ার সঙ্গে আদালতের আচরণই প্রমাণ করে দেশে আইনের শাসন নেই
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আদালতের আচরণই প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। শুক্রবার বিকেলে রাজধানীতে এক কর্মসূচিতে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারিক প্রক্রিয়ার নামে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি।
প্রস্তাবিত বাংলাদেশ নাগরিকত্ব আইন- ২০১৬’র উপর আলোচনা করতে রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র নেতারা ছাড়াও আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা। তুলে ধরেন প্রস্তাবিত আইনের বিভিন্ন নেতিবাচক দিক।
সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের এখন দুঃসময় চলছে। প্রতিটি নাগরিক রাজনৈতিক অধিকার বঞ্চিত। এমনকি বিএনপি চেয়ারপার্সন আদালতের প্রতি অনাস্থা জানালেও তাকে বিচারিক প্রক্রিয়ায় বাধ্য করা হচ্ছে।
এছাড়া, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকার প্রধানের প্রতিহিংসার কারণেই সপ্তাহে দুই-তিনবার বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে।
আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক আক্রমন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।