ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

তুরাগ তীরে ৪৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের মতো তুরাগ নদ দুষণ ও দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ।

এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীতে তরাগতীরে ৪৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি টঙ্গী রেল ব্রীজের নীচে জমে থাকা আবর্জনা অপসারণ করে নদের পানির প্রবাহ গতিশীল করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল পযর্ন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআরটিএর যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন। অভিযানে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন অংশগ্রহণ করেছে। 

কেআই/আরকে